Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

এআইপি ২০২০ পুরস্কারপ্রাপ্তদের পরিচিতি ও কৃষিক্ষেত্রে অবদান

এআইপি ২০২০
পুরস্কারপ্রাপ্তদের পরিচিতি ও কৃষিক্ষেত্রে অবদান
ড. সুরজিত সাহা রায়, পরিচালক (ভারপ্রাপ্ত)
“ক” বিভাগ (কৃষি উদ্ভাবন জাত/প্রযুক্তি)
নির্বাচিত-৪ জন
ক্রমিক নং    নাম, পিতা/স্বামী, মাতার নাম ও ঠিকানা    কৃষিক্ষেত্রে অবদান
১.    ড. লুৎফুল হাসান, প্রফেসর
ডিপার্টমেন্ট অব জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়
পিতা : মৃত আবুল হাসান
মাতা : মিসেস ফাতেমা বেগম
বাড়ি নং : ই ২৮/৮, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ    বাউধান-৩ এর জাত উদ্ভাবন ;  লবণাক্তসহিষ্ণু বাউ সরিষা-১, বাউ সরিষা-২, বাউ সরিষা-৩ এর জাত উদ্ভাবন।
২.    জনাব আতাউস সোপান মালিক, ব্যবস্থাপনা পরিচালক
এ আর মালিক সিডস প্রা: লিমিটেড (গবেষণা ও উন্নয়ন কেন্দ্র), প্রাণনগর, বীরগঞ্জ, দিনাজপুর
পিতা : আতিয়ার রহমান মালিক
মাতা : আফরোজা মালিক
বাসা-৩৮৪, গ্রাম/রাস্তা-ব্লক ডি জোয়ার সাহারা
ডাকঘর : খিলক্ষেত-১২২৯, বাড্ডা, ঢাকা     ২ টি বীজ আলুসহ মোট ১০টি সবজির (মরিচ, বেগুন, শসা, লাউ, চিচিঙ্গা, চালকুমড়া, ধুন্দল, মিষ্টি কুমড়া, বীজ আলু ও ক্যারোলাস) জাত উদ্ভাবন ও বাজারজাতকরণ।
৩.    সৈয়দ আব্দুল মতিন
ফিউচার অর্গানিক ফার্ম
ভরসাপুর, উজলকুড়, রামপাল, বাগেরহাট
পিতা : মো. ফজলুল হক
মাতা : ফজিলাতুন্নেছা
বাসা নং-২০৭, রাস্তা-১০, সোনাডাঙ্গা আ/এ ২য় ফেজ
ডাকঘর : জিপিও ৯০০০, সোনাডাঙ্গা, খুলনা    মেহগনি ফলের বীজ থেকে তেল তৈরী যা জৈব বালাইনাশক প্রস্তুত; মেহগনি খৈল/জৈব সার প্রস্তুত; মেহগনি পাতা থেকে চা তৈরি;
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪১৮ এ ব্রোঞ্জ পদক; প্যাটেন্টকৃত প্রযুক্তি।
ঙৎমধহরপ ঋবৎঃরষরুবৎ ভৎড়স গধযড়মড়হু; গধযড়মড়হু ঞবধ; চবংঃ পড়হঃৎড়ষ নু গধযড়মড়হু ড়রষ.
৪.    জনাব আলীমুছ ছাদাত চৌধুরী
আলীম ইন্ডাস্ট্রিস লিমিটেড
বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট
পিতা : এম এ আলীম চৌধুরী
মাতা : লুৎফা চৌধুরী
বাসা : বসুন্ধরা ৪৩, গ্রাম : রাজবাড়ী
ডাকঘর : সিলেট-৩১০০, সিলেট সদর, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট    আলীম পাওয়ার টিলার উদ্ভাবন (কপি রাইটকৃত)।

“খ” বিভাগ (কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প)
নির্বাচিত-৬ জন
ক্রমিক নং    নাম, পিতা/স্বামী, মাতার নাম ও ঠিকানা    কৃষিক্ষেত্রে অবদান
৫.    আলহাজ্জ মোঃ সেলিম রেজা, দৃষ্টান্ত এগ্রো ফার্ম এন্ড নার্সারী, ডাল সড়ক, নাটোর সদর, নাটোর
পিতা : মো. নাজিম উদ্দিন
মাতা : মোছা: ছাবেদা বেগম
গ্রাম : আলাইপুর, ডাকঘর : নাটোর ৬৪০০
নাটোর সদর, নাটোর পৌরসভা, নাটোর    কৃষি উৎপাদন, বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন; বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪১৯ রৌপ্য পদক।
৬.    জনাব মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী
পিতা : মো. হামির উদ্দীন সরকার
মাতা : মোছা: আরজিনা বেগম
গ্রাম : চামেশ^রী, ডাকঘর : চৌধুরীহাট ৫০০১, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও    বাণিজ্যিক কৃষি খামার স্থাপন ও বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল ভূমিকা রেখেছেন; বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪২৩ এ ব্রোঞ্জ পদক।
৭.    জনাব মোঃ মাহফুজুর রহমান, এশা ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ফার্ম, ঝালকাঠি
পিতা : গফুর মোল্লা
মাতা : জমিলা বেগম
গ্রাম : বেশাইন খান, ডাকঘর : বেশহিন খান-৮৪০০, ঝালকাঠি সদর, ঝালকাঠি    বাণিজ্যিকভিত্তিতে ফল বাগান ও নার্সারী স্থাপন; বাংলাদেশের বৃহত্তর ভিয়েতনামের খাটোজাতের নারিকেলের বাগান স্থাপন; বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪২৩ এ ব্রোঞ্জ পদক।
৮.    জনাব মোঃ বদরুল হায়দার বেপারী, প্রোপ্রাইটর, জাগো কেঁচো সার উৎপাদন খামার, চৌঠাইমহল, নাজিরপুর, পিরোজপুর
পিতা : মো. আলতাফ হোসেন বেপারী
মাতা : আয়েশা বেগম
গ্রাম : বেপারী বাড়ী, চৌঠাইমহল
ডাকঘর : নাজিরপুর, পিরোজপুর    কেঁচো সার উৎপাদন ও সম্প্রসারণ।
৯.    জনাব মোঃ শাহবাজ হোসেন খান, নূর জাহান গার্ডেন, শৌলা, কালাইয়া, বাউফল, পটুয়াখালী
পিতা : আহাম্মদ আলী খান
মাতা : নূরজাহান বেগম
নূর জাহান গার্ডেন, শৌলা, কালাইয়া, বাউফল, পটুয়াখালী    ফল, সবজি, মৎস্য উৎপাদন ও পশু পালনে সাফল্য।
১০.    জনাব মোঃ সামছুদ্দিন (কালু)
বিছমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র ও খামার নাঙ্গলকোট রেলস্টেশন সংলগ্ন, নাঙ্গলকোট, কুমিল্লা
পিতা : মৃত হাজী আলী আকবর
মাতা : মরিয়ম বেগম
গ্রাম : চেয়ারম্যান বাড়ী, নাঙ্গলকোট
ডাকঘর : নাঙ্গলকোট, কুমিল্লা    বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ ও সমন্বিতভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেনু উৎপাদন।

“ঘ” বিভাগ (স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি ফসল/মৎস্য/প্রাণিসম্পদ/বনজসম্পদ উপখাতভুক্ত সংগঠন)
 নির্বাচিত-১ জন
ক্রমিক নং    নাম, পিতা/স্বামী, মাতার নাম ও ঠিকানা    কৃষিক্ষেত্রে অবদান
১১.    মোঃ জাহাঙ্গীর আলম শাহ, শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর কালীগ্রাম, মান্দা, নওগাঁ
পিতা : মৃত আব্দুর রশিদ
মাতা : মোছা: জাহানারা বেগম
গ্রাম : কালীগ্রাম, ডাকঘর : কালীগ্রাম, মান্দ্রা, নওগাঁ    শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর স্থাপন; বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪২০ এ রৌপ্য পদক।

“ঙ” বিভাগ (বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক প্রাপ্ত)
নির্বাচিত-২ জন
ক্রমিক নং    নাম, পিতা/স্বামী, মাতার নাম ও ঠিকানা    কৃষিক্ষেত্রে অবদান
১২.    মোছাঃ নুরুন্নাহার বেগম, নুরুন্নাহার কৃষি খামার, ছলিমপুর (বক্তারপুর), জয়নগর, ঈশ^রদী, পাবনা
স্বামী : মো. রবিউল ইসলাম
মাতা : মোছা: আনোয়ারা বেগম
গ্রাম : বক্তারপুর, ডাকঘর : জয়নগর, ঈশ^রদী, পাবনা    বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪১৭ ব্রোঞ্জ পদক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪২০ স্বর্ণ পদক।
১৩.    মোঃ শাহজাহান আলী বাদশা
মা-মণি কৃষি খামার
ছালিমপুর (বক্তারপুর), জয়নগর, ঈশ^রদী, পাবনা
পিতা : মরহুম আবু জাফর প্রামাণিক
মাতা : মোছা. সাহাস্তন নেসা
গ্রাম : বক্তারপুর, ডাকঘর : জয়নগর, ঈশ^রদী, পাবনা    বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪০৩ রৌপ্য পদক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ১৪০৪ স্বর্ণ পদক।

লেখক : পরিচালক (ভারপ্রাপ্ত), কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। ফোন : ৫৫০২৮২৬০, ই-মেইল : dirais@ais.gov.bd


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon